স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১০ মে।। মঙ্গলবার গভীর রাতে আগরতলা জিরানিয়া বিয়ে বাড়ি থেকে ফেরার পথে, বিলোনিয়া থানাধীন বড়টিলা এলাকায় একটি আরটিকা মারুতি গাড়ি একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় গাড়ির সামনের সিটে বসা যাত্রী হারাধন চক্রবর্তী (৪৫)।
স্থানীয়দের মতে রাত প্রায় একটা থেকে দেড়টার মধ্যে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় এক ব্যক্তি জানায় গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙ্গে বেরিয়ে দেখতে পায় এই ঘটনা। খবর দেয়া হয় বিলোনিয়া থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরে। পুলিশ এসে আহত এবং নিহতদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় তিন জনকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। জানা যায় এরা সকলে একই পরিবারের এবং আত্মীয়-স্বজন। নিহত হারাধন চক্রবর্তী আবার শাসক বিজেপি দলের একনিষ্ঠ কার্যকর্তা এবং দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য।
এই ঘটনায় এলাকায় এবং রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া বিরাজ করছে। যদিও চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায় বলে জানা যায়। খোলা রাস্তায় এত রাতে কি কারনে এই দুর্ঘটনাটি ঘটে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। মরদেহ দুপুর ১২ টায় ময়নাতদন্তের পর বিলোনিয়া হাসপাতাল থেকে তুলে দেয়া হয় আত্মীয় পরিজনদের হাতে কান্নায় ভেঙ্গে পড়ে আত্মীয় পরিজনসহ শুভানুধ্যায়ীরা।