স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২ অক্টোবর।। সিপাহীজলা জেলার বিশালগড় এর কমলাসাগর বিধানসভা এলাকার দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা চারা ধ্বংস করে দিয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী।ঘটনার বিবরণে জানা যায় মধুপুর থানার ওসি সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে দেবীপুর পশুখামার সংলগ্ন এলাকায় গাজা বিরোধী অভিযান। মধুপুর থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তিনি এই অভিযানের সামিল হন।
অভিযান চালিয়ে ৪০ হাজার গাজার যারা কেটে ধ্বংস করে দেওয়া হয়।সংবাদ সূত্রে জানা গেছে কমলাসাগর বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকাজুড়ে বেআইনিভাবে গাঁজা চাষ হচ্ছে। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ গাজা বিরোধী অভিযান জোরদার করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে মধুপুর থানার ওসি জানিয়েছেন।গত বেশ কিছুদিন ধরেই মধুপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী এই গাজা বিরোধী অভিযানের সামিল হয়েছে।
তাতে ব্যাপক সাফল্য পাচ্ছে পুলিশ এবং টিএসআর বাহিনী। উল্লেখ্য গাঁজা চাষ নিষিদ্ধ হওয়া সত্বেও অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে একাংশের লোভী চাষী এই বেআইনি গাঁজা চাষ অব্যাহত রেখেছে।বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা গুলি কে ভিত্তি করেই টিলা জমিতে এই ধরনের গাঁজার চাষ ব্যাপকহারে হচ্ছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রেখেছে। উল্লেখ্য ত্রিপুরার মাটি গাঁজা চাষের জন্য যথেষ্ট উর্বর। এই রাজ্যে উৎপাদিত গাজা দেশের সীমানা পার করে বিদেশের বাজারেও রপ্তানি হচ্ছে। গাঁজা চাষ করে অনেক চাষি কোটিপতি হয়েছে।সে কারণেই প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই একাংশের চাষি এবং ব্যবসায়ী গাঁজা চাষের অব্যাহত রেখেছে।