স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। ২ অক্টোবর দেশের মহান মানুষের জন্মদিন। এর মধ্যে অন্যতম হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। তার কর্মজীবন আগামী প্রজন্মের কাছে বিশেষভাবে অনুপ্রাণিত করতে সহায়ক হবে। একই সঙ্গে এদিন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি বলেন আগামী দিনেও তাদের চিন্তা ও কর্ম পরিধি সকলকে শক্তি যোগাবে।
নতুন চিন্তা ভাবনায় সহায়ক হবে। শুক্রবার সার্কিট অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে খাদি বোর্ডের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি। আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন ও চিন্তাধারা তা সকলের সমন্বয়ে পরিপূর্ণ হবে। গান্ধীজীর কথা বললেই স্বদেশীর কথা উঠে আসে। স্বদেশী কথার মধ্যে দেশীয় সামগ্রী বিশেষ গুরুত্ব পায়। দেশে উৎপাদিত পণ্য সামগ্রী ব্যবহার ও বহিঃ রাষ্ট্রে পৌঁছে দিতে হবে। বাইরের সমগ্র সঙ্গে কোনো বিরোধ নয়।
কিন্তু দেশীয়ভাবে উৎপাদিত খাদি সামগ্রী, চা, সহ অন্যান্য সামগ্রী উৎপাদন ও তার ব্যবহারে গুরুত্ব দেওয়াই আত্মনির্ভর ভারতের প্রধান লক্ষ্য। একই সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান, জয় কিষান এই স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোকাল ফর লোকালকে বাস্তবায়িত করতে সকলের কাছে আহ্বান জানান পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। রাজ্যের প্রত্যেক নাগরিকের কাছে আহ্বান জানান দেশীয় সামগ্রী বেশি পরিমাণে ব্যবহার করার।
এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির পথকে আরো প্রশস্ত করার বার্তা দেন তিনি। মহাত্মা গান্ধীর শান্তি ও সৌভ্রাতৃত্বের পথে চলার বিশেষ ভাবে আহ্বান জানান তিনি। এদিন মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, টিআইডিসি-র চেয়ারম্যান টিংকু রায়, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ সহ অন্যান্যরা। পরে সাফাই কর্মীদের হাতে বস্ত্র ও মাক্স স্যানিটাইজার তুলে দেন পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব।