স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিজেপির উদ্যোগে রাজধানীর দূর্গা চৌমুহনী বাজারে সংগঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান। সারা রাজ্যের সঙ্গে এদিন দুর্গা চৌমুহনী বাজারের সাফাই অভিযানে হাত লাগান বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা, রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায় সহ অন্যান্যরা।
মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের যে চিন্তা ধারা তাতে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সনের ২ অক্টোবর থেকে স্বচ্ছ ভারত অভিযান সরকারিভাবে সূচনা করেন। ২০১৯ সালে সার্ধশতবর্ষে তা উদযাপন করা হয়। প্রথম ধাপের স্বচ্ছ ভারত কর্মসূচির পর এবার দ্বিতীয় ধাপে শুরু হয়েছে নতুন উদ্যোগ। ২০২০-২১ থেকে শুরু করে, ২০২৩-২৪ পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযান চলবে। স্বচ্ছ ভারত অভিযান কেবল রাস্তাঘাট সাফাই করাই নয়। মন কেও স্বচ্ছ রাখতে হবে। কোভিদ ১৯ এর সময়ে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়।
করোনা অনেক কিছু শিখিয়েছে নতুন করে। জাতির জনক মহাত্মা গান্ধীর নীতি ও আদর্শকে সম্মান জানানোর জন্য সংকল্পবদ্ধ হতে আহ্বান জানান প্রদেশ বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা।অনুরূপভাবে ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে প্রতাপগড় বাজারে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। জেলা ও মন্ডলের কার্যকর্তারা সকলে মিলে এই সাফাই অভিযানে হাত লাগান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা।