স্টাফ রিপোর্টার, কদমতলা, ৬ মে।। ইদানিং কদমতলা থানা এলাকায় ব্যাপকভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিপাকে রয়েছে গৃহস্থরা। বাড়িঘরে আগরগাছ চুরির হিরিক পড়েছিল এক সময়ে। বর্তমানে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে চোরেরা তাদের রুট বদল করেছে। এখন প্রায় বাড়ি থেকে টুকটুক অথবা টুকটুকের ব্যাটারি চুরি করছে নিশি কুটুম্বের দল।
এমনই ভাবে গত ৩০ এপ্রিল গভীর রাতে কদমতলা থানাধীন পালপাড়া স্থিত বিদ্যুৎ কুমার পালের বাড়িতে হানা দিয়ে চোরের দল তার একমাত্র আয়ের উৎস টুকটুক চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে টুকটুক মালিক কদমতলা থানায় লিখিত অভিযোগ জানালে থানা কর্তৃপক্ষ মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পড়ে।
আর এরপরই পুলিশ দক্ষিণ কদমতলা এলাকার রফিক উদ্দিনের বাড়িতে হানা দিয়ে পুলিশ একটি কাগজপত্রহীন টুকটুক উদ্ধার করেছে। সঙ্গে চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। সঙ্গে রফিক উদ্দিন পিতা মৃত কালা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপকর্মের কথা স্বীকার করে তাই পুলিশ তার বিরুদ্ধে ১৮/২৩ নম্বরে ও ভারতীয় দন্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করেছে।
তাকে জিজ্ঞাসাবাদ করে একাজে জড়িত আরও কয়েকজনের নাম হাতে পেয়েছে বর্তমানে এদের ধরতে পুলিশ এলাকায় উৎপেতে রয়েছে। অপরদিকে পুলিশ কদমতলা বাজার এলাকা থেকে কাগজপত্রহীন আরো পাঁচটি টুকটুক উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।