স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২ অক্টোবর।। কল্যাণপুর স্কাউট অ্যান্ড গাইডের উদ্যোগে উদযাপিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১তম জন্ম দিবস। এদিন কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মুক্তাঙ্গনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দেবরায়, স্কাউট অ্যান্ড গাইড এর কর্মকর্তা অভিজিৎ আচার্য প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন সুদীর্ঘ কংগ্রেস শাসনে দেশের আর্থসামাজিক প্রগতির বিশেষ উন্নয়ন সম্ভব হয়নি। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি সরকার স্বল্প সময়ে সার্বিক উন্নয়নে যথেষ্ট নজির সৃষ্টি করেছে। পাহাড়ি এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গ্রাম শহর জাতি সংখ্যালঘু মানুষের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীন ভারতে সাধারণ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের সুব্যবস্থা করতে পারলেই স্বাধীনতা সংগ্রামী জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। কল্যাণপুর এর বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তর গুলোতেও জাতির জনকের জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।