বিভিন্ন দাবীতে আন্দোলনে শামিল হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। রেগাতে বছরে দুইশ দিনের কাজের ব্যবস্থা করা এবং ন্যূনতম মজুরি দৈনিক ৬০০ টাকা করার দাবিতে আন্দোলনে শামিল হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদ। শুক্রবার এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে রাজধানীতে মিছিল সংঘটিত করে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। ২০০৬ সালে আন্দোলনের ফলে গোটা দেশে রেগা প্রকল্প চালু হয়।

দোসরা অক্টোবরকে সামনে রেখে সমগ্র দেশের সঙ্গে রাজ্যও দুই দফা দাবিতে আন্দোলন সংগঠিত করা হচ্ছে। রাজ্যের সবকটি বিভাগে এই দুটি বিষয়কে সামনে রেখে আন্দোলন সংগঠিত করা হচ্ছে বলে জানান ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সদর বিভাগীয় সম্পাদক শ্যামল দাস। এদিকে মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বটতলা পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?