স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। জনগণের অভাব অভিযোগ শোনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। পূর্বঘোষণা অনুযায়ী সপ্তাহে একদিন মুখ্যমন্ত্রী সরাসরি জনগণের কাছ থেকে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রার্থী নিয়ে কোন ধরনের অভিযোগ কিংবা দাবি আপত্তি থাকলে তা শুনবেন।
সেই মোতাবেক বুধবার মুখ্যমন্ত্রী তার অফিসে বিভিন্ন স্তরের মানুষের দাবি আপত্তি এবং অভাব অভিযোগ শুনেন। সেই সাথে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন,
বিভিন্ন প্রকল্পের সুফল, সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা নিরসনে এবং তাঁদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রেও আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার।
আজ আমার সরকারি বাসভবনে বেশকিছু বিষয় নিয়ে আমার সাথে দেখা করেন বিভিন্ন এলাকার সাধারণ লোকজন। আমি তাঁদের সাথে কথা বলি এবং উত্থাপিত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করি।