অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল।। মধ্য সিরিয়ার হামায় পূর্ব মরুভূমিতে ট্রাফল (এক ধরনের মাশরুম) সংগ্রহ করার সময় ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং অন্তত সরকারপন্থী যোদ্ধা রয়েছে। রোববার মধ্য সিরিয়ার হামা অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানায় দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের বিষয়টি নিশ্চিত করে জানায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ছিলো এবং অন্তত ১০ জন সরকারপন্থী যোদ্ধা রয়েছে। সংস্থাটি আরও জানায়, আইএস-এর কর্মীরা পৃথক আরেক ঘটনায় ৪ জন রাখালকে হত্যা করেছে এবং দুইজনকে অপহরণ করে নিয়ে গেছে।
সিরিয়ার মধ্যাঞ্চলের মরুভূমিতে পাওয়া ট্রাফল খেতে বেশ সুস্বাদু। যুদ্ধপীড়িত দেশটির বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেসামরিক লোকেরা প্রায়ই মরুভূমিতে যায় ট্রাফল সংগ্রহ করতে।সিরিয়ার মধ্যাঞ্চলের মরুভূমিতে পাওয়া ট্রাফল খেতে বেশ সুস্বাদু। যুদ্ধপীড়িত দেশটির বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেসামরিক লোকেরা প্রায়ই মরুভূমিতে যায় ট্রাফল সংগ্রহ করতে।
হিউম্যান রাইটস সংস্থাটির মতে, ট্রাফল সংগ্রহ করতে যাওয়া নাগরিকদের প্রায়ই টার্গেটে পরিণত করে গুলি করে হত্যা করে আইএস যোদ্ধারা। আবার অনেক সময় মাইন বিছিয়ে রাখে মরুর বুকে। তাতেও বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এভাবে অন্তত ২০০ জন নিহত হয়েছেন।