স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ অক্টোবর।। ১৯৯৩ সালের আগরতলা পুর সভা ৩৮৭ জন সাফাই কর্মী ছাটাই হয়েছিল। পরবর্তী সময় রাজ্যে দীর্ঘ আন্দোলন করা হয়। পরে তৎকালীন মুখ্যমন্ত্রী দশরথ দেবের সাথে সাক্ষাৎ করে চাকুরিতে পুনঃ নিজুক্তির দাবি জানানো হলে তৎকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখেনি।
অবশেষে মুখ্যমন্ত্রী পরিবর্তন হলেও পুনঃ নিযুক্তি করা হয়নি। তাই বর্তমান সরকারের কাছে পুনঃনিযুক্তের জন্য পৌরসভা ছাটাই ৩৮৭ কর্মচারী সমিতি দাবি। আর বর্তমান সরকার যদি পুনঃ নিযুক্ত না করে তাহলে আউট সোর্সিং –এর মাধ্যমে নিযুক্তির দাবী জানানো হয় বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে স্মারক লিপির মাধ্যমে। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তাপস চক্রবর্তী।