অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। আফগানিস্তানে জাতিসংঘের আফগান নারী কর্মীদের কাজ করা নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালিবান। সম্প্রতি আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে ফতোয়া জারি করে সশস্ত্র এই গোষ্ঠীটি।
জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ সিদ্ধান্তের পর পরই আফগানিস্তানে জাতিসংঘের কর্মীদের ৪৮ ঘণ্টা অফিসে না আসতে বলা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেসের মতে, তালেবানের এই সিদ্ধান্ত মেনে নেয়া যায় না এবং এটা অভাবনীয় সিদ্ধান্ত।
তিনি আরো জানান, এই মুহূর্তে আফগানিস্তানের দুই কোটি ৩০ লাখ মানুষের সাহায্য দরকার। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত খুবই উদ্বেগের।এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স তালেবান নেতা ও প্রশাসনের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল।
কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। এদিকে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, তারা লিখিতভাবে কিছু পাননি। আফগান মন্ত্রী ও তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বুধবার কাবুলে বেশ কিছু বৈঠক হতে পারে।