অনলাইন ডেস্ক, ১ এপ্রিল।। এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত দেশ ইউক্রেনকে এবার অর্থ সহায়তা দিতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটির বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ১ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে আইএমএফ।
শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দাতা সংস্থাটি। শুক্রবার এক প্রতিবেদনে আইএমএফের সহায়তা প্যাকেজের এ তথ্য জানায় আল জাজিরা। ইউক্রেনের জন্য আইএমএফ বোর্ড অনুমোদিত চার বছরের আর্থিক সহায়তার পরিমাণ প্রায় ১ হাজার ৫৬০ কোটি ডলার।
বিভিন্ন ঋণ ছাড়, ত্রাণ, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক প্রতিষ্ঠানের অনুদান এবং ঋণ থেকে বিপুল এই অর্থ পাবে ইউক্রেন। শুক্রবারের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে আইএমএফ। আইএমএফের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসনে ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের অর্থনীতি।
এর কারণে গত বছর দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়েছে, দেশটিতে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য বেড়েছে। আইএমএফ অনুমোদিত এই আর্থিক সহায়তার মধ্যে ২৭০ কোটি ডলার খুব দ্রুত পেতে চলেছে ইউক্রেন। বাকি অর্থ মিলবে আগামী চার বছরে।