অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় শনিবার সকালে সিবিআই-এর দফতরে হাজিরা দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। শনিবার সকালেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তেজস্বী যাদব। সিবিআই সূত্রের খবর, জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেজস্বী যাদবকে।
এদিনই আবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে তেজস্বী যাদবের দিদি মিসা ভারতীর। গত ১৬ মার্চ তেজস্বীর পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে জানানো হয়, ২৫ মার্চ সিবিআই-এর দফতরে হাজিরা দেবেন তিনি। সেই মতো এদিন সকালেই সিবিআই-এর দফতরে আসেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী।
সিবিআই ইতিমধ্যেই জানিয়েছে, তেজস্বীকে গ্রেফতার করার কোনও অভিপ্রায় নেই তাঁদের। রেলে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনেক আগেই নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তলব পেয়েও এর আগে সিবিআই সদর দফতরে হাজির হননি তিনি। অবশেষে শনিবার উপস্থিত হয়েছেন।
এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে তেজস্বী বলেছেন, আমরা সর্বদা তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি, কিন্তু দেশের অবস্থা এমন যে লড়াই করা খুব কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমরা এ সবের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা জিতব।