অনলাইন ডেস্ক, ২০ মার্চ।। প্রথম ভারতীয় মহিলা হকি প্লেয়ার হিসেবে অনন্য সম্মান। উত্তরপ্রদেশের রায়বরেলিতে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের নামে হকি স্টেডিয়ামের উদ্বোধন হল। ‘এমসিএফ রায়বরেলি হকি স্টেডিয়ামের নাম বদলে রানি গার্লস হকি টার্ফ নামকরণ করা হচ্ছে।
রানি রামপাল নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে প্লেয়ারদের সঙ্গে কথা বলছেন তিনি। স্টেডিয়ামের উদ্বোধন করতেও দেখা যাচ্ছে তাঁকে। স্টেডিয়ামের উদ্বোধনের দিন একটি হকি ম্যাচও আয়োজন করা হয়। রানি নিজে না খেললেও, সেই ম্যাচ শুরু হওয়ার আগে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।
রানি বলেন, ”এটা আমার কাছে গর্বের ও আবেগপ্রবণ মুহূর্ত। আমিই প্রথম মহিলা হকি প্লেয়ার যাঁর নামে একটা স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে। আমি এটা গোটা দলকে উৎসর্গ করছি। আশা করি পরবর্তী প্রজন্ম অনুপ্রেরণা পাবে।” উল্লেখ্য, ভারতীয় হকি দলের হয়ে ২০০৯ থেকে খেলছেন রানি রামপাল, এখনও পর্যন্ত তিনি ২৫৪ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন ।
১৪ বছর বয়সে প্রথমবার ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান রানি রামপাল। তিনি অলিম্পিক্স, বিশ্বকাপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে খেলেছেন। এই রানি রামপালের নেতৃত্বেই প্রথমবার অলিম্পিক্সের সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল ।টোকিও অলিম্পিক্সে ভারতের মহিলা দলের নেতৃত্বে ছিলেন রানি রামপাল। সেবার সেমি ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল।
এই প্রথম অলিম্পিক্সের সেমি ফাইনাল খেলে ভারতের মহিলা হকি দল।২০১০ সালে এফআইএইচ অলস্টার টিমে সুযোগ পান রানি রামপাল। দীর্ঘ কেরিয়ারে অনেক সম্মান পেয়েছেন রানি রামপাল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ২০১৬ সালে অর্জুন পুরস্কার, ২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং ২০২০ সালে পদ্মশ্রী পান রানি।