অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত চারপাশ থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী ও তাদের সমর্থিত ভাড়াটে গ্রুপ ওয়াগনার বাহিনী। শুক্রবার শহরে প্রবেশের শেষ পথটিও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন বলেন, ‘বাখমুত ঘিরে ফেলার কাজ প্রায় শেষ হয়েছে। ইউক্রেনীয় সেনাদের মাত্র একটি পথ খোলা রয়েছে। তাদেরকে এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বলা হয়েছে’।
লড়াইয়ের পোশাক পরিহিত অবস্থায় একটি ভবনের ছাদে দাঁড়িয়ে রেকর্ডকৃত একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ওয়াগনার প্রধান। ভিডিওতে প্রিগোজিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের আহ্বান জানান।
প্রায় ৭০ হাজার জনসংখ্যার বাখমুত শহরটির বিজয় রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে। যদিও এ শহরটি অর্জন করতে গিয়ে রাশিয়াকে এখন পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।