অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি ৪ মাত্রার দুটি ঘূর্ণিঝড় এবং ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
দুর্যোগে বিধ্বস্ত দেশটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও ইউনিসেফ।এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, দেশটিতে দুই দিন আগের ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের প্রভাব কাটিয়ে না উঠতেই আবারও আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কেভিন।
উভয় ঘূর্ণিঝড়ে দেশটির অন্তত লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মাত্র দুদিন আগেই, বুধবার রাজধানী পোর্ট ভিলায় আঘাত হেনেছিল সাইক্লোন জুডি। এতে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশটির ১৩টি প্রধান দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়।
প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট এবং ঘূর্ণিঝড়ে বৈদুত্যিক লাইন বিচ্ছিন্ন হয়। এসব দ্বীপের অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে শুক্রবারেই ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানে। তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।