অনলাইন ডেস্ক, ১মার্চ।। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্পশহর বাখমুত দখলের জন্য বর্তমানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে রুশ সেনাবাহিনী। শহরটি দখলে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া।
এর মধ্যেই গুপ্তচরবৃত্তির আশঙ্কা জানিয়ে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দক্ষিণের দুটি অঞ্চলে রাতারাতি ড্রোন হামলার ব্যর্থ চেষ্টার অভিযোগ আনার পরপরই এ নির্দেশনা দিলেন পুতিন। এ ছাড়া পশ্চিমা দেশগুলোর গোয়েন্দারা সম্প্রতি ইউক্রেন যুদ্ধে বেশ তৎপর হওয়ায় পুতিন মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে এ নির্দেশ দেন।
মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, বাখমুতের আশেপাশে বসতি স্থাপন করছে রাশিয়া। যুদ্ধের আগে এ শহরটিতে প্রায় ৭০ হাজার জনসংখ্যা ছিলো। কিন্তু এক বছরের তীব্র যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক সময়ের ব্যাস্ত এ শিল্প শহরটি।