অনলাইন ডেস্ক, ১মার্চ।। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দক্ষিণের দুটি অঞ্চলে রাতারাতি ড্রোন হামলার চেষ্টার অভিযোগ এনেছে মস্কো।
বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়েছে বলছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় । তবে মস্কোর এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ এক টেলিগ্রাম পোস্টে জানান, মস্কোর কাছে যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সেটি সম্ভবত কোনো বেসামরিক স্থাপনায় হামলার লক্ষ্যে পাঠানো হয়েছিল।
মস্কো থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে গুবাস্তোভো গ্রামের কাছে একটি কারখানা রয়েছে রাশিয়ার জ্বালানি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের। সেখানেই ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে এতে তাদের কার্যক্রম বাধাপ্রাপ্ত হয়নি বলে জানিয়েছে গ্যাজপ্রম।