অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। আর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটে আরও চার বছর থাকবেন লিওনেল স্কালোনি।
গত ডিসেম্বরে স্কালোনির কোচিংয়ে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এরপর থেকে তার আর্জেন্টিনার দায়িত্বে থেকে যাওয়ার বিষয়টি একরকম অনুমিতই ছিল।
সোমবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন ৪৪ বছর বয়সী স্কালোনি। কাতার বিশ্বকাপ পর্যন্তই স্কালোনির সঙ্গে আজেন্টিনার আগের চুক্তির মেয়াদ ছিল। এরপর স্কালোনির সাথে দেশটির ফেডারেশনের দীর্ঘ আলোচনার পর চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত হয়।
২০১৮ সালের শেষ নাগাদ অস্থায়ী চুক্তিতে আর্জেন্টিনার দায়িত্বভার গ্রহন করেছিলেন স্কালোনি। অভিজ্ঞতার অভাব থাকায় ঐ সময় তাকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এর আগে কখনই কোন পেশাদার দলের কোচের দায়িত্ব তিনি পালন করেননি। এক বছর পর তার সাথে চুক্তি স্থায়ী করে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপা জয় করে। ২৮ বছরের ইতিহাসে এটাই ছিল আর্জেন্টিনার প্রথম কোন বড় শিরোপা। এরপর ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে আর্জেন্টিনাকে উপহার দেন বিশ্বকাপ শিরোপা।