অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। চলমান সংঘাত-সহিংসতা কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণে একমত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। রোববার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় দুই দেশ।এ ছাড়া ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ছয় মাসের জন্য বন্ধ রাখতেও সম্মত হয়েছে দেশটি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রোববার জর্ডানের আকাবায় রেড সি রিসোর্টে বৈঠক শেষে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা চলমান সহিংসতা প্রতিরোধ এবং উত্তেজনা কমাতে পদক্ষেপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
ওই বৈঠকে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেও একমত হয়েছে দুই দেশ।বেশ কিছু দিন ধরেই ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে নানা এলাকায় থেমে থেমে সহিংসতা চলছে। ইসরাইলি বাহিনীর অভিযানগুলোকে কেন্দ্র করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন ফিলিস্তিনিরা।
তাই পশ্চিম তীরে সহিংসতা বন্ধে রোববার জর্ডানের আকাবা বন্দরে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসরাইলি এবং ফিলিস্তিনি কর্মকর্তারা ছাড়াও যুক্তরাষ্ট্র ও মিসরের প্রতিনিধিরা উপস্থিত ছিলো।