স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। শিবনগর কলেজ রোডে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। পুলিশ বিক্ষোভ মিছিলটি রুখে দেওয়ার চেষ্টা করে। সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার ওপরও পুলিশ হস্তক্ষেপ করতে শুরু করেছে। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইএম নেতৃবৃন্দ।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের ৫ নং ডিভিশন অফিসে ডেপুটেশন দেয়ার উদ্দেশ্যে তারা আজ মিছিল করে যাচ্ছিলেন। মিছিল করে যাওয়ার সময় পুলিশ বিনা কারণে তাদের মিছিল আটকে দেয় বলে অভিযোগ করেছে সিপিআইএম। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী অভিযোগ করেছেন, শাসক দলের নির্দেশে পুলিশ তাদের আন্দোলনে বাধা দিচ্ছে।
এভাবে দমন-পীড়ন এবং আন্দোলনে বাধা সৃষ্টি করে বিরোধী দলকে কোনোভাবেই রোখা যাবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।বিরোধীদল সিপিআইএম জনস্বার্থে বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন।জনস্বার্থে এবং রাজ্যের জন্য বিরোধী কাজ করবেন বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে শামিল হতে তিনি প্রত্যেক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।