অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। প্রথমার্ধে আধিপত্য দেখালেও আরবি লাইপজিগের বিপক্ষে জয় পেল না ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের গোলে ইংলিশ দলটি লিড পেলেও ধরে রাখতে ব্যর্থ হয়। ইয়োস্কো গাভারদিওল দ্বিতীয়ার্ধে গোল করলে পয়েন্ট আদায় করে লাইপজিগ।
বুধবার লাইপজিগের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-১ ড্র হয়। অসুস্থতার কারণে এ ম্যাচে ছিলেন না সিটির দুই তারকা কেভিন ডি ব্রুইন ও এমেরিক লাপোর্ত। এরপরও শুরুটা ভালোই করে দলটি। পুরো ম্যাচেও বল দখলের লড়াইয়ে এগিয়ে সিটি। ৬২ শতাংশ বল তাদের দখলে ছিল।
গোলমুখে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি।সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এ ম্যাচেও নিষ্প্রভ ছিলেন। গোল পাননি এই নরওয়েজীয় স্ট্রাইকার। এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে হলান্ডের গোল মাত্র ১টি।
লাইপজিগের বদলি খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে দিতে ভূমিকা রাখেন। অন্যদিকে পেপ গার্দিওলা বিস্ময়করভাবে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি।আগামী ১৪ মার্চ সিটির মাঠে ফিরতি লেগে নির্ধারিত হবে দুই দলের ভাগ্য।