অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া। আর বিষয়টি ‘আনুষ্ঠানিকভাবে চিহ্নিত’ করেছে যুক্তরাষ্ট্র’। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিন রাশিয়াকে ‘হত্যা, নির্যাতন, ধর্ষণ ও নির্বাসনের মতো জঘন্য কাজ’ করার জন্য অভিযুক্ত করেছেন কমলা হ্যারিস। যদিও রাশিয়া বরাবরই ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করার কথা অস্বীকার করে আসছে।
কমলা হ্যারিস বলেন, ‘ইউক্রেনে অভিযুক্ত রুশ অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা আমাদের মূল্যবোধ ও মানবতার ওপর আক্রমণ করেছে’। তিনি আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রমাণগুলো আমরা পরীক্ষা করেছি। আমরা আইন জানি এবং এতে কোনো সন্দেহ নেই। এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ’। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।
তিনি অভিযোগগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন। আনাতোলি আন্তোনোভ কিয়েভকে মার্কিন অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করে বলেন, ইউক্রেনীয় সংকটকে ইন্ধন দেওয়ার জন্য ওয়াশিংটন নিজেই দায়ী। তবে নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সমর্থনের আহ্বান জানিয়েছেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের প্রকাশিত তথ্য বলছে, ওই অভিযান শুরুর প্রথম সপ্তাহ থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত প্রতিদিন যে–সংখ্যক রুশ সেনা মারা গেছে, তার তুলনায় চলতি মাসে অনেক বেশি সেনা মারা যাচ্ছে। এ মাসে প্রতিদিন ৮২৪ জন করে রুশ সেনা নিহত হচ্ছে।