সিরিয়ার হোমস প্রদেশে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত ৫৩ জন নিহত

অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। সিরিয়ার হোমস প্রদেশে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর (আইএস) হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। হোমস প্রদেশ সিরীয় সরকার ও তার মিত্রদের দ্বারা নিয়ন্ত্রিত।

পালমিরার হাসপাতালের পরিচালক ওয়ালিদ অদি বলেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক বাকি ৭ জন সেনা। আহত সাতজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, আক্রান্তরা মরুভূমির ট্রাফল (এক ধরনের মাশরুম) সংগ্রহ করছিলেন তখন তাদের ওপর হামলা হয়।

আহতদের একজন সানাকে বলেন, আইএসের সদস্যরা তাদের গাড়িও জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনা আইএস ঘটিয়েছে বলে দাবি করলেও এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।তবে প্রায় সময় সরকারি বাহিনী ও বেসামরিক মানুষের ওপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিতে দেখা যায় আইএসকে।

২০২১ সালের এপ্রিলে চরমপন্থী গোষ্ঠীটি হামা প্রদেশের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম থেকে ১৯ জন বেসামরিক লোককে অপহরণ করে। ২০২২ সালেও এমন অনেক ঘটনায় জড়িত আইএস। কয়েক বছর ধরে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মরুভূমি এলাকায় সাধারণ লোকজনকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গিগোষ্ঠীটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?