প্রায় চার ঘণ্টাব্যাপী পাকিস্তানি রেঞ্জার্স ও পুলিশের অভিযানে ৩ সন্ত্রাসীসহ ৬ জন নিকেশ

অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। পাকিস্তানের শারাই ফয়সালে অবস্থিত করাচি পুলিশ হেডকোয়ার্টারে (কেপিও) শুক্রবার রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। প্রায় চার ঘণ্টাব্যাপী পাকিস্তানি রেঞ্জার্স ও পুলিশের অভিযানে ৩ সন্ত্রাসীসহ ৬ জন নিকেশ করা হয়েছে।

অভিযানে তিন সন্ত্রাসী ছাড়াও একজন পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন। পাকিস্তান তালেবান এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে করাচির ৫ তলা করাচি পুলিশ সদর দফতরে আট থেকে ১০ জন সন্ত্রাসী প্রবেশ করে।

শরাই ফয়সালের সদর থানার কাছে অবস্থিত পুলিশ সদর দফতরে প্রবেশকারী এই সন্ত্রাসীদের কাছে ভারী বিস্ফোরক ও অস্ত্র ছিল, যা দিয়ে তারা ক্রমাগত হামলা চালাচ্ছিল। যখন গুলিবর্ষণ হয়, তখন সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা সামনের দিকে সামলাতে গিয়ে সেখানে উপস্থিত লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। পাকিস্তান রেঞ্জার্স এবং পুলিশ কমান্ডোরা পুলিশ সদর দফতরের বেশ কয়েকটি তলা থেকে লোকজনকে সরিয়ে নিতে নিরলসভাবে পাল্টা জবাব দেয়।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেন, আক্রমণটি সন্ধ্যায় হওয়ার পরে প্রাদেশিক সরকার সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছিল, এই বলে যে শহরের পুলিশ প্রধান করাচিতে নেই। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট এলাকার ডিআইজিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশ সদর দফতরে হামলা কোনো মূল্যে মেনে নেওয়া যায় না।

শাহ বলেন, প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযানে পাঁচতলা ভবন পরিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, গত দেড় দশক ধরে পাক সেনাকর্মী ও সাধারণ নাগরিকদের উপরে লাগাতার হামলা চালিয়েছে টিটিপি জঙ্গিরা। যার মধ্যে অন্যতম ২০১৪ সালে সেনা স্কুলের জঙ্গি হামলা। পেশোয়ারের স্কুলের ওই হামলায় ১৫৪ জন মারা যান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?