অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। শনিবার ঝাড়খণ্ডের ১১তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। ঝাড়খণ্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তাঁকে রাজভবন প্রাঙ্গনে সকাল ১১.৪০ মিনিটে শপথ পাঠ করান। রাধাকৃষ্ণান ইংরেজিতে শপথ নেন।
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে সিপি রাধাকৃষ্ণন ভগবান বিরসা মুণ্ডার লাইফ সাইজ মূর্তির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে তাঁর স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য, রাজ্যপালের মুখ্য সচিব নীতিন মদন কুলকার্নি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বলেন, আমি রাজ্যপাল হিসাবে শপথ নিতে পেরে খুব খুশি। রমেশ ব্যস এরপর শপথ নিয়েছি। এই রাজ্যের রাজ্যপাল হিসেবে আমার প্রথম লক্ষ্য ঝাড়খণ্ডের উন্নয়ন।
উন্নয়ন ছাড়া দারিদ্র্য দূর করা যায় না। এমন পরিস্থিতিতে রাজ্যে পরিকাঠামোর উন্নয়ন, গ্রামীণ এলাকায় জলের সহজলভ্যতা, বাড়িঘর ইত্যাদি সবার সহযোগিতায় আমাদের প্রথম লক্ষ্য। রাজ্যের উন্নয়নই হবে অগ্রাধিকার।