নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার বিবেকানন্দ আবাসনের আবাসিকরা, খোঁজ নিলেন সুদীপ বর্মন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী।। ২০২৩ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠলো শহর আগরতলা।

জানা যায় গতকাল রাতে রাজধানী আগরতলার অন্যতম একটি বিধানসভা কেন্দ্র ৬ আগরতলা। এই এলাকার বিবেকানন্দ আবাসনে বামগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে।

সেই ঘটনার খবর পেয়ে আজ এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন বিবেকানন্দ আবাসনে গিয়ে আবাসনে বসবাসকারী মানুষদের সাথে কথা বলেন এবং পুলিশের সঠিক পদক্ষেপ গ্রহণ নিয়ে সংবাদ মাধ্যমকে জানান। এই আবাসনে যারা রয়েছে তারা শান্তি চায় মিলেমিশে থাকতে চায়।

কিন্তু লিটন দেবনাথ নামক এক শাসক দলের গুন্ডার দ্বারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এই আবাসনের মানুষজন। তাছাড়া পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?