অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় উভয় দেশের ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, তুরস্কের ১০টি প্রদেশে মোট ৪৬ লাখ শিশু বাস করতো। এছাড়া সিরিয়ার ২৫ লাখ শিশু এ ভূমিকম্পে বিপদাপন্ন অবস্থায় আছে। মৃতদের মধ্যে ‘কয়েক হাজার’ শিশু রয়েছে উল্লেখ করে তিনি জানান, ভূমিকম্পে অনেক পরিবার তাদের আশ্রয় হারিয়েছে।
তারা এখন সাময়িকভাবে ঠাঁই নিয়েছেন। সেখানেও তীব্র ঠাণ্ডা এবং তুষারপাতের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অন্যদিকে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাষন ব্যবস্থা একটি মারাত্মক সমস্যা হয়ে দাড়িয়েছে।
সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে তুরস্কে এবং সিরিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৩ জনে। এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭০০ জনের বেশি মারা গেছে।