পাগল কর্তৃক ত্রিশূল এর আঘাতে গুরুতর জখম শারীর শিক্ষক

স্টাফ রিপোর্টার, বক্সনগর, ২৯ সেপ্টেম্বর ।। এক পাগল কর্তৃক ত্রিশূল এর আঘাতে গুরুতর জখম হয় একজন ক্রীড়া শিক্ষক। আহত শিক্ষকের নাম বিশ্বেন্দু শর্মা। বাড়ি রাজধানীর পশ্চিম থানার ইন্দ্রনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক তিনটার সময় বক্সনগর এর মানিক্য নগর হাই স্কুলের সামনে স্কুল মাঠে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক ভলিবল খেলায় নিমজ্জিত ছিলেন। এ

মতাবস্থায় এক ভবঘুরে পাগল নামে পরিচিত গৌর চন্দ্র দাস (৩২) প্রথমেই শিক্ষক বিশ্বেন্দু শর্মার উপর আক্রমণ চালায়। তার হাতে ছিল একটি ত্রিশূল এই ত্রিশূল দিয়ে তিনি আচমকাই শিক্ষকের কানে আঘাত করে। ফলে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা তখন শিক্ষককে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা করে তাকে আইএলএস হাসপাতালে রেফার করা হয়।

পরবর্তী সময়ে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে আসামি গৌড় চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বাড়ি মানিক‍্যনগর মধ্যপাড়া এলাকায়। জানা যায় গৌড় চন্দ্র সরকার এই মানিক্য নগর স্কুলের ছাত্র এবং একজন ভালো ছাত্র ছিলেন। সে বিএ পাশ করা একজন ছাত্র। হঠাৎ করে সে কিছুদিন পূর্ব থেকেই পাগলের মতো ঘুরে এলাকায়।

থানায় এনে তাকে এহেন ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে গৌড় চন্দ্র সরকার জানান, ওকে মহাদেব বলেছেন বলে সে শিক্ষককে ত্রিশূল দিয়ে আঘাত করেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসামি গৌর চন্দ্র সরকার এখন থানার গারদে আছে। এদিকে শিক্ষক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?