স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারী।। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে যে আইপিএফটির সাথে জোট অব্যাহত থাকবে।
বিজেপি এবং আইপিএফটি নেতাদের যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আইপিএফটি পাঁচটি আসনে লড়বে টাকরজালা, রামচন্দ্রঘাট, আশামবাড়ি, কাঞ্চনপুর এবং জোলাইবাড়ি।প্রাক্তন মন্ত্রী প্রয়াত এনসি দেববর্মার মেয়ে জয়ন্তী দেববর্মা আশামবাড়ি আসনে আইপিএফটি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করার সময়, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, রাজ্যের উন্নয়নে বিজেপি এবং আইপিএফটি একসঙ্গে কাজ করে যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ রেবতী ত্রিপুরা এবং দুই আইপিএফটি নেতা। পরে আইপিএফটির তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুসারে, ৩৮ নং জুলাইবাড়িতে শুক্লা চরণ নোয়াতিয়া,
১২ নং টাকারজলায় বিধন দেববর্মা, ২৪ নং রামচন্দ্র ঘাটে প্রশাম্ত দেববর্মা, ২৬ নং আশারাম বাড়িতে জয়ন্তী দেববর্মা, ৬০ নং কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে প্রেম কুমার রিয়াং।