স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারী।। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শনিবার আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে (৬০টি আসনের মধ্যে ৪৮টি) আগামী ১৬ ফেব্রুয়ারি নির্ধারিত বিধানসভা নির্বাচনের জন্য।
বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ছয়জন বর্তমান বিধায়ককে এবার টিকিট প্রত্যাখ্যান করা হয়েছে এবং একাধিক নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজেপি বিভিন্ন দিক গণনা করে এবং মহিলাদের প্রতিনিধিত্বকে অগ্রাধিকার দিয়ে প্রার্থী দিয়েছে। এখন পর্যন্ত ৪৮ জন প্রার্থীর মধ্যে ১১ জন মহিলাকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র দিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা 8- টাউন বড়দোয়ালি আসন থেকে লড়বেন এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের ঘাঁটি বনমালিপুর থেকে লড়বেন৷
পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসন থেকে লোকসভার সাংসদ এবং কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী প্রতিমা ভৌমিককে ধানপুর আসনে প্রার্থী করা হয়েছে, যেখানে তিনি ২০১৮ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে পরাজিত হয়েছিলেন।