অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। কর্তব্যপথে শুরু হয়েছে কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শনী অনুষ্ঠান। কর্তব্যপথে বাইকের স্টান্ট। পাশাপাশি ৯ টি বাইকের ওপর তৈরি করা হল হিউম্যান পিরামিড।আকাশে শুরু হয়েছে কুচকাওয়াজ। কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নিয়েছে আইএএফ-এর ৪৫ টি বিমান। পাশাপাশি রয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি এবং ভারতীয় সেনাবাহিনীর চারটি হেলিকপ্টার।
সমগ্র দেশজুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে ৭৪ তম সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী মোদী প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
এবারের অনুষ্ঠানটিও বিশেষ, কারণ আমরা স্বাধীনতার অমৃত মহোৎসবের সময় প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।” প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা দেশে উড়েছে জাতীয় পতাকা। বৃহস্পতিবার সকালে জয়পুরের মুখ্যমন্ত্রী আবাসে তেরঙা উত্তোলন করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। চেন্নাইয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও অংশ নেন তামিলনাড়ুর রাজ্যপাল। ওডিশার রাজধানী ভুবনেশ্বরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সে রাজ্যের রাজ্যপাল গণেশি লাল, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নবীণ পট্টনায়েক। নাগপুরে আরএসএস-এর সদর দফতরে তেরঙা উত্তোলন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস নাগপুর মহানগর সহসঙ্ঘচালক শ্রীধর গাদগে।
দিল্লিতে বিজেপির সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিজেপির সহ-সভাপতি রমন সিং। হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন। বিহারে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সে রাজ্যের রাজ্যপাল ফাগু চৌহান। মিজোরাম ও মহারাষ্ট্রেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পশ্চিমবঙ্গেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
গুজরাটে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ্যপাল আচার্য দেবব্রত। দেহরাদূনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দিল্লিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতেই নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, লোকসভার স্পিকার ওম বিড়লাও তেরঙা উত্তোলন করেছেন।