অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদঘাটন করতে গিয়ে মাদক যোগ পেয়েছে তদন্তকারী আধিকারিকেরা। এই মাদক যোগের তদন্ত করছে ন্যাশনাল নারকটিকস ব্যুরো। ইতিমধ্যেই অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীপিকা পাডুকোন, সারা আলি খানের মত অভিনেত্রীদের। মাদক কান্ডের নাম জড়িয়েছে বলিউডের অভিনেত্রীদের রাকুল প্রীত সিং এর। এ বিষয়ে ইতিমধ্যেই সবকটি সংবাদমাধ্যম সরব হয়ে উঠেছে। নিয়মিত কভারেজ করা হচ্ছে গোটা ঘটনাকে।
তাকে নিয়ে কোন রকমের মিডিয়া ট্রায়াল যাতে না হয় সেই জন্য আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাকুল প্রীত সিং। তার দাবি ছিল সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে তার ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই অভিনেত্রী। তাকে নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্টিং বন্ধ করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়ে ছিলেন তিনি। মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন দিল্লি হাইকোর্ট নেশনাল ব্রডকাস্টিং এজেন্সি, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে।
বিচারপতির নবীন চাওলার বেঞ্চ জানিয়েছেন যে এক তরফা বক্তব্য শুনে সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায় না। এই মামলার পরবর্তী শুনানি ১৫ই অক্টোবর হবে। এদিন শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারের তরফে সওয়াল করতে উঠে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা জানিয়েছেন, রাকুল অভিযুক্ত নন। রাকুলকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। সংবাদমাধ্যমের ওপর এইভাবে নিষেধাজ্ঞা জারি করা যায় না। গোটা বিষয়টি সংবেদনশীল। রাকুলের মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা একান্ত প্রয়োজন। তখন পাল্টা আদালতের তরফ থেকে কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কেবল টিভি অ্যাক্ট আইন অনুযায়ী কেন্দ্র কাজ করুক এই মামলার ক্ষেত্রে। গোটা বিষয়টি সংবেদনশীল বলে এড়িয়ে গেলে চলবে না।