স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জানুয়ারী।। তিপ্রা মথার প্রতি সহানুভূতি রয়েছে কংগ্রেসের। আলোচনা চলছে। তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন বলছেন বিজেপি’র সাথে জোটে যাবে না। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা।
তিনি এদিন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচন কমিশনের নিয়ম কানুন কিছুই মানছে না বিজেপি। বিজেপি তার দলীয় প্রচার সজ্জা অনিয়মিতভাবে এখনো রয়েছে। এর জন্য নির্বাচন কমিশনকে কঠোরভাবে ব্যবস্থা নিতে দৃষ্টি আকর্ষণ করছে কংগ্রেস।
পাশাপাশি আরও বলা হয়েছে সম্প্রতি দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলি কোন কর্মসূচি সংঘটিত করার সময় বিজেপি কর্মীরা সেখানে কটুক্তি করছে। এই ধরনের কার্যকলাপ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। এগুলি বিরুদ্ধে যাতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। আগামী ২৫ জানুয়ারি রাতের বেলা কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান বীরজিৎ সিনহা।
এদিকে জাতীয় কংগ্রেসের মুখপাত্র মিতা চক্রবর্তী জানান, বিশ্বের মধ্যে ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হলেও ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে প্রতিদিন হত্যা করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই অশান্তিকর পরিস্থিতি আর সৃষ্টি না হয় তার জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে আপিল করা হচ্ছে বলে জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি যেসব নিয়ম লঙ্ঘন করছে তা নিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হচ্ছে। যাতে সবকটি রাজনৈতিক দলই সমানভাবে বিধানসভার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ শাসক দলের কাছে বিশেষ শক্তি না থাকে।
সবকটি রাজনৈতিক দল যাতে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী লড়াই করতে পারে সেই ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র অনুমা আচারিয়া।