স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জানুয়ারী।। বিধানসভা নির্বাচনে আগে রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসলেন নির্বাচন কমিশনের তিন সদস্যের এক বিশেষ পর্যবেক্ষক দল। সাধারণ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে এসেছেন যোগেন্দ্র ত্রিপাঠি, পুলিশ পর্যবেক্ষক বিবেক জহরী এবং এক্সপেন্ডিচার পর্যবেক্ষক হিসেবে এসেছেন বি মুরালি কুমার।
আগরতলা রাজ্য অতিথি শালায় তাদের স্বাগত জানান রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে এবং রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন।
রাজ্যের সার্বিক পরিস্থিতি বিষয়ে তাদের কাছ থেকে অবগত হন কমিশনের এই বিশেষ পর্যবেক্ষক দলটি। মঙ্গলবার সকাল ১১ টায় রাজ্য অতিথিশালায় নির্বাচনের সঙ্গে যুক্ত জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের সাথে বৈঠক করবেন।
রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। দফায় দফায় বৈঠকের পর রাজ্যের সার্বিক পরিস্থিতি রিপোর্ট তুলে ধরা হবে নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে বলে জানা যায়।