অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। পশ্চিমবঙ্গ-সহ ভারতের চারটি রাজ্যে এখনই হচ্ছে না উপ-নির্বাচন। মঙ্গলবার জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি তিনটি রাজ্য হল অসম, কেরল এবং তামিলনাড়ু। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরল এবং তামিলনাড়ুতে এখনই উপ-নির্বাচন হবে না। রাজ্যগুলির মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৭ নভেম্বর বিহারের একটি সংসদীয় আসন এবং মণিপুরের দুটি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। এছাড়াও ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, ওডিশা, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশের ৫৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ৩ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ফালাকাটা, হেমতাবাদ, এগরা, ফলতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক আসন বিধায়কশূন্য। এর মধ্যে ফালাকাটা আসনটি বিধায়কশূন্য প্রায় ১ বছর।
গত অক্টোবরে প্রয়াত হন সেখানকার বিধায়ক অনিল অধিকারী। এপ্রিলে নির্বাচন হওয়ার কথা ছিল ফালাকাটায়। কিন্তু, করোনার জেরে লকডাউন শুরু হওয়ায় তা স্থগিত ঘোষণা করে কমিশন। উপ-নির্বাচন ঘোষিত না হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই আসনগুলিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। ফলে ২০২১-এর ফাইনাল পরীক্ষার আগে শক্তিপরীক্ষার আর কোনও সুযোগ রইল না শাসক বা বিরোধীর কাছে।