কৃষকদের স্বাধীনতা সহ্য করতে পারছেন না অনেকেই : নমো

অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে কৃষকদের আন্দোলন ও বিক্ষোভ। কৃষকদের বিক্ষোভের মধ্যেই ফের কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, কৃষকদের স্বাধীনতা সহ্য করতে পারছেন না অনেকেই। খোলা মার্কেটে কৃষকরা নিজেদের পণ্য বিক্রি করুক সেটা তাঁরা চাইছেই না, তাঁরা চাইছে মধ্যস্থতাকারীদের মুনাফা অর্জন হোক। তাঁরা কৃষকদের স্বাধীনতার বিরোধিতা করছে। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নমামী গঙ্গে মিশন এর অন্তর্গত দেবভূমি উত্তরাখণ্ডে ছয়টি মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। উত্তরাখণ্ডে ছয়টি মেগা প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেছেন, বিগত দশকে, গঙ্গা নদীকে স্বচ্ছ করার জন্য বহু উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, সেই সমস্ত উদ্যোগে হয়তো জনসাধারণের অংশগ্রহণ ছিল না অথবা দূরদৃষ্টির অভাব ছিল। তাই গঙ্গা নদীর জল কখনই পরিষ্কার ও স্বচ্ছ হয়নি। কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, সদ্য সমাপ্ত সংসদের অধিবেশনে কৃষক, শ্রমিক এবং স্বাস্থ্য সম্পর্কিত বহু সংস্কার আনা হয়েছে।

ওই সমস্ত সংস্কারের ফলে শ্রমজীবী মানুষ, যুবসম্প্রদায়, মহিলা, এবং দেশের কৃষকরা শক্তিশালী হবেন। কিন্তু, কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থে বিরোধিতা করছে, দেশবাসী সমস্ত কিছু দেখছে। কৃষকরা এখন নিজেদের পণ্য যে কোনও প্রান্তে, যে কোনও স্থানে বিক্রি করতে পারবেন। কেন্দ্র যখন কৃষকদের অধিকার প্রদান করছে, তখন এই সমস্ত মানুষ বিরোধিতা করছে। খোলা মার্কেটে কৃষকরা নিজেদের পণ্য বিক্রি করুক সেটা তাঁরা চাইছেই না, তাঁরা চাইছে মধ্যস্থতাকারীদের মুনাফা অর্জন হোক। তাঁরা কৃষকদের স্বাধীনতার বিরোধিতা করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?