অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারী।। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও অনেকে। বুধবার কাবুলের স্থানীয় সময় বিকাল ৪টায় (১১৩০ জিএমটি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটে।
আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওস্তাদ ফরিদুন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী ওই ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হন।
কাবুল পুলিশপ্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি মৃতের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেন। তবে, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।