স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের প্রশংসা করেন। তিনি বলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ত্রিপুরা রাজ্যে ভালো কাজ করছে।
স্ব-সহায়ক দল গুলিকে আর্থিক ভাবে সাহায্য করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক। ব্যাঙ্ক ছাড়া কোন কাজ হবে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ব্যাঙ্ক গুলি গণতান্ত্রিক সংস্থা হয়ে গেছে বলে দাবি করেন উপমুখ্যমন্ত্রী।
এইদিনের অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মী সহ সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অনুষ্ঠানে ভালো কাজের জন্য ত্রিপুরা গ্রামীণ বাঙ্কের বেশ কয়েকজন কর্মীর হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।