অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। রুশ সৈন্যবাহিনীর হামলার ফলে পূর্ব ইউক্রেনের শহর বাখমুট ‘পোড়া ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।
জেলেনস্কি বলেন, দেশের একাধিক অংশে ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলার খবর দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। রুশ বাহিনী বেসামরিক লোকদের হত্যা করেছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে।
জেলেনস্কি শনিবার বলেছিলেন যে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক প্রদেশের বেশ কয়েকটি সম্মুখ শহরের পরিস্থিতি ‘খুব কঠিন’।
জেলেনস্কি তার রাতের ভিডিওবার্তায় বলেন, বাখমুত, সোলেদার, মেরিঙ্কা, ক্রেমিনা- দীর্ঘকাল ধরে, এই অঞ্চলের এমন কোনো বসবাসের জায়গা নেই যেগুলো শেল এবং আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
‘দখলদাররা প্রকৃতপক্ষে বাখমুত ধ্বংস করেছিল, আরেকটি ডনবাস শহর যা রাশিয়ান সেনাবাহিনীর হামলায় পুড়ে যাওয়া ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল’ বলেন তিনি।