অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। লম্বা সময় ধরে যারা একই কোচের কোচিংয়ে খেলছে। এবার তো শেষ চারে পা রেখেছে ব্রাজিলের মতো দলকে হারিয়ে। লুকা মদ্রিচের মতো বিশ্বমানের খেলোয়াড়ও আছে। ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচটা তাই কঠিন হতে যাচ্ছে বলে মনে করেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপে শেষ আটের ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নেমেছিল একই দিনে। শুক্রবার রাতে প্রথম কোয়ার্টারে ব্রাজিলকে টাইব্রেকারে হারায় ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচও গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি হাসে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেন মেসি। সতীর্থকে দিয়ে গোলও করান।
ম্যাচ শেষে সেমিফাইনালের প্রতিপক্ষকে নিয়ে বলতে গিয়ে মেসি বলেন, ‘ক্রোয়েশিয়া এমন একটি দল, যারা গত বিশ্বকাপের আগে থেকেই একই কোচের (জ্লাতকো দালিচ) সঙ্গে কাজ করে আসছে। তারা একে অপরকে খুব ভালো করে চেনে। তারা একটি লক্ষ্যে এগোচ্ছে। এটি একটি সেমিফাইনাল এবং এটি খুব কঠিন হতে যাচ্ছে।’
২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্বে আছেন জ্লাতকো দালিচ। তার কোচিংয়ে রাশিয়া আসরে ফাইনাল খেলেছিল দলটি। সেবার ফ্রান্সের কাছে হেরে প্রথম শিরোপা ঘরে তোলার স্বপ্ন ভাঙে তাদের।
এবারের আসরেও এখন পর্যন্ত দুর্দান্ত ক্রোয়েশিয়া। মেসিও সেটাই বললেন, ‘ক্রোয়েশিয়া দেখিয়েছে, তারা দারুণ একটি দল। ব্রাজিলের সঙ্গে তারা সমানে-সমান খেলেছে। এমনকি মাঝে মধ্যে ব্রাজিলের চেয়ে ভালো ছিল তারা। তাদের খেলতে দিলে, দলটিতে খুব ভালো খেলোয়াড় আছে যারা বল খুব ভালোভাবে খেলে, বিশেষ করে মিডফিল্ডে।’ আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।