ফের প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বসান্ত হল কিছু সংখ্যক যুবক

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার , ২৮ সেপ্টেম্বর।। ফের প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হলো কিছু সংখ্যক যুবক৷ ঘটনার বিবরণ জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর দক্ষিণ হিচাছড়ার বাসিন্দা প্রকাশ ত্রিপুরা ঐ এলাকায় কিছু সংখ্যক ড্রপ আউট যুবককে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেয়৷

এর মধ্যে ১৮ জন উপজাতি অংশের যুবকে প্রলোভন দিয়ে সকলের প্রয়োজনীয় কাগজপত্র ব্যাঙ্কের পাস বুক ও সঙ্গে এ টি এম কার্ড নিয়ে যায় বলে অভিযোগ৷ টাকা পাওয়ার প্রলোভনে সকলে প্রকাশ ত্রিপুরাকে বিশ্বাসকরে সবকিছুদিয়ে দেয়৷ অবশেষে কিছুদিন পূর্বে প্রকাশ ত্রিপুরা ঐ যুবকদে ব্যাঙ্কের পাসবুক ও এ টি এম কার্ড ফিরিয়েদেয়৷

সকলে পাসবুক পাওয়ার পর বাই আপডেট করতেগিয়ে দেখতেপায় উদের প্রত্যেকের একাউন্টে ৭০ থেকে ৮০ হাজার টাকা উঠানোহয়েছে৷ এই টাকা কোথায় থেকে এসেছে এটাও সঠিক ভাবে বলতে পারছেনা যুবকরা৷ যুবকরা জানতে পারে এই টাকা একাউন্টে আসার পর প্রকাশ ত্রিপুরা এই টাকাগুলি তুলেনিয়েছে৷ তাই সকলে প্রকাশ ত্রিপুরার দ্বারা প্রতারিত হয়ে আজ শান্তির বাজার মহকুমা শাসকের নিকট দারস্ত হয়৷

এই নিয়ে সকলে মহকুমা শাসকের নিকট এক লিখিত অভিযোগ জানান৷ যুবকরা পরবর্তী সময় সংবাদমাধ্যমের সামনে সমস্ত ঘটনার বিবরন তুলেধরেন৷ যুবকরা জানান মহকুমা শাসক প্রতারক প্রকাশ ত্রিপুরার নামে থানায় মামলা করার পরামর্শদেন৷ এখন দেখার বিষয় এই অভিযোগের পর প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?