স্টাফ রিপোর্টার, আগরতলা , ২৮ সেপ্টেম্বর।। তিন চার মাস পর মুসলিম ধর্ম ত্যাগ করে নিজ ধর্মে ফিরে এলেন উত্তর জেলার কদমতলা থানাধীন তারকপুর গ্রামের এক গৃহবধূ৷আজ তারকপুরস্থিত স্বামীর নিজ বাড়িতে সনাতনি রীতি নীতিতে অনুষ্টিত যজ্ঞানুষ্টানের পর ব্রাহ্মণের মন্ত্রাউচ্চারনের পর সূচী হয়ে ফের হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন গৃহবধূ৷
উক্ত ঘরোয়া অনুষ্ঠানে আন্তর্জাতিক হিন্দু সেনারা তারকপুর শাখার উদ্যোগে গৃহবধূর স্বামীর বাড়িতে অনুষ্ঠিত হয় এক যজ্ঞ অনুষ্ঠান৷ আজকের এই মহতী যজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন হিন্দুধর্ম মূলক আলোচনা করেন রামনগর গুরুকুল আশ্রমের পন্ডিত শ্রী মহারাজ জি৷জানা গেছে গত তিন চার মাস পূর্বে তারকপুর গ্রামের এক মুসলিম যুবকের সাথে পালিয়ে বিয়ে করে স্থানীয় এক গৃহবধূ৷
অবশেষে দীর্ঘ তিন চার মাস পর নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি গ্রামের বিশিষ্ট নাগরিকদের নজরে এনে ফের নিজ ধর্মে ফেরার সম্মতি জানান গৃহবধূ৷ তারপর স্থানীয় জনগন সহ আন্তর্জাতিক হিন্দু হিন্দু সেনার কর্মকর্তাদের সহযোগিতায় গৃহবধূ ফের নিজ ধর্মে স্বামীর কাছে ফিরে আসেন৷
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিনাশ কৃষ্ণ দাস,বাগবাসা বিধানসভার লক্ষী নগর গঙ্গানগর শাখার সকল কার্যকর্তা গন ও আন্তর্জাতিক হিন্দু সোনার কদমতলা শাখার সভাপতি তাপস দাস সহ সংগঠনের সকল নেতৃত্বরা৷