মুঙ্গিয়াকামি বাজার থেকে চাকমাঘাট যাওয়ার জাতীয় সড়কের রাস্তাটি বেহাল

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া , ২৮ সেপ্টেম্বর।। আসাম- আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা৷ বারবার খবর সম্প্রচারের পর কয়েকদিন আগে সংস্কারের কাজে হাত দেয় সংশ্লিষ্ট দপ্তর৷ এ যেন কাজ নয় এলাকাবাসীর অভিযোগ এক পাঠাকে তিনবার নয় ১৪ বার বলি দেওয়ার সমান৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজার থেকে চাকমা ঘাট যাওয়ার জাতীয় সড়কের রাস্তাটি খুবই বেহাল৷ যার কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ এমনটাই আশা ব্যক্ত করছেন গাড়ির চালকরা ও৷

আমরা আমাদের সংবাদমাধ্যমে বারবার জাতীয় সড়কের এই অংশটি কে নিয়ে খবর সম্প্রচার করেছিলাম ফলাও করে৷ যদিও খবর সম্প্রচারের পর সংশ্লিষ্ট দপ্তরের নিদ্রা ভঙ্গ হয়৷ দেওয়া হয় সংস্কারের কাজে হাত৷ সংস্কারের কিছু দিন পর থেকেই ফের ধীরে ধীরে বেহাল অবস্থায় পরিণত হচ্ছে এই অংশটি৷ গাড়ির চালকরা দফায় দফায় জানান জাতীয় সড়কের এই অবস্থা হলে আমাদের গাড়ির মেইনটেনেন্স অনেকটাই বেড়ে যায়৷ ক্ষতি হয় গাড়ির অন্যান্য যন্ত্রপাতি ও৷ শুধু তাই নয় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷

কারন রাস্তার মাঝখান দিয়ে বিশাল বড় বড় গর্ত৷ জল জমে থাকলে কোন কিছুই বোঝা যায় না৷ এবার দেখা যাক আমাদের সংবাদ সম্প্রচারের পর সংশ্লিষ্ট দপ্তর পুনরায় সংস্কারের কাজে হাত দেয় কিনা৷না কি একই রকম কায়দায় চলে রাস্তা সংস্কারের কাজ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?