মহিলাদের স্বশক্তিকরণে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে : কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৮ নভেম্বর৷৷ মহিলাদের স্বশক্তিকরণে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ মন্ত্রক দেশের মাতৃশক্তিকে সুুরক্ষিত রাখতে ও মহিলাদের কর্মক্ষেত্রে সমস্যার সমাধানে ওয়ান স্টপ সেন্টার তৈরী করছে৷

আজ খোয়াইয়ের অফিসটিলায় এক অনুষ্ঠানে ওয়ান স্টপ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় সমাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার একথা বলেন৷ উল্লেখ্য, এই ওয়ান স্টপ সেন্টার নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে তিনি বলেন, সমাজে মহিলাদের প্রতি যাতে কোন অন্যায় না হয় সেই দিশাতেই কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে৷ মহিলারা যাতে সম্মানের সাথে সমাজে বাঁচতে পারেন সেই জন্যই এই উদ্যোগ৷

তিনি বলেন, একজন মহিলা তার পরিবারকে সঠিক দিশায় নিয়ে যেতে সদর্থক ভূমিকা নেন৷ তাই তাদের সম্মান করতে হবে৷ সেই দিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে৷ অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, সমাজে যেসব মহিলা শারিরীক ও মানসিকভাবে নির্যাতিত তাদের দিকে লক্ষ্য রেখেই ত্রিপুরার সব জেলাতে ওয়ান স্টপ সেন্টার তৈরী করা হচ্ছে৷ তিনি বলেন, বর্তমান সরকার মহিলাদের সুুরক্ষা ও আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করছে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রশান্ত দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা মিতা মল৷ সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা সুুভাষ চন্দ্র সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সুুজিৎ দাস প্রমুখ৷

অনুষ্ঠান শেষে খোয়াই জেলা প্রশাসন কর্ত’ক আয়োজিত খোয়াই নতুন টাউনহলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুুবিধা প্রাপকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার৷

মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণে বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে৷ এই প্রকল্পগুলি সমাজের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হচ্ছে৷ আত্মনির্ভর ভারত গঠনে স্বসহায়ক দলগুলোকে সহায়তা প্রদানে বিভিন্ন প্রকল্প চালু রেখেছে কেন্দ্রীয় সরকার৷

তিনি বলেন, দিব্যাঙ্গজনদের মধ্যে আত্মনির্ভর মানসিকতা গড়ার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাজ করছে৷ তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জলা যোজনা, জলজীবন মিশন, স্বচ্ছ ভারত মিশনের মতো বিভিন্ন প্রকল্পের সুুফল সম্পর্কে মতবিনিময় সভায় আলোচনা করেন৷ তিনি বলেন, জনগণের স্বপকে বাস্তবে রূপদানের কাজ করছে কেন্দ্রীয় সরকার৷

মতবিনিময় সভায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন, রাজ্যে মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ গ্রামীণ অর্থনীতির বিকাশে স্বসহায়ক দলগুলিতে মহিলাদের অন্তর্ভক্ত করে বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে৷ এতে রাজ্যের গ্রামীণ অংশের মহিলারা স্বনির্ভর হয়ে উঠছেন৷ মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷

স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা৷ উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা মিতা মল প্রমুখ৷ মতবিনিময় সভায় স্বসহায়ক দলের সদস্য ও সদস্যাগণ এবং বিভিন্ন প্রকল্পের সুুবিধা প্রাপকগণ তাদের সাফল্যের কথা তুলে দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?