গ্রামীণ অর্থনীতির বিকাশ রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে সুুদৃঢ় করবে, জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ গ্রামীণ অর্থনীতির বিকাশ রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে সুুদৃঢ় করবে৷ এক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক বিশেষ ভূমিকা পালন করছে৷ আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ১০১টি বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের সূচনা করে একথা বলেন৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ তাঁর সরকারি বাসভবনে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের সূচনা করেন৷

মুখ্যমন্ত্রী গ্রামীণ ব্যাঙ্কের জনকল্যাণমূলক এই উদ্যোগের সাধুবাদ জানান৷ গ্রামীণ ব্যাঙ্কের বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার গ্রামীণ ব্যাঙ্ক বরাবরই রাজ্যের গ্রামা’লে জনকল্যাণে উল্লেখযোগ্য পরিষেবা প্রদান করে চলছে৷

আজকের নতুন ১০১টি বিজনেস করেসপণ্ডেন্স সেন্টার সহ মোট ৪৯৮টি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের বিজনেস করেসপণ্ডেন্স সেন্টার রয়েছে৷ তিনি আরও বলেন, এই বিজনেস করেসপণ্ডেন্স সেন্টারের মাধ্যমে ডিপোজিট, ব্যালেন্স এনক্যুয়ারি, ফাণ্ড ট্রান্সফার, স্ব-সহায়ক দলের আর্থিক লেনদেন, অ্যাকাউন্ট ওপেনিং ইত্যাদি সহ ১২ ঘন্টা গ্রাহকরা বিভিন্নভাবে ব্যাঙ্কিং পরিষেবার সুুযোগ নিতে পারবে৷

তিনি বলেন, নতুন এই ১০১টি করেসপণ্ডেন্স সেন্টারগুলির মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছে ২২টি, সিপাহীজলায় ১৪টি, গোমতী জেলায় ১২টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬টি, ধলাই জেলায় ৯টি, খোয়াই জেলায় ১৬টি, ঊনকোটি জেলায় ৫টি ও উত্তর ত্রিপুরা জেলায় ৭টি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?