রাজ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা ও কৃষির উন্নয়নে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ রাজ্যে বর্তমানে দুটি মেডিক্যাল কলেজ রয়েছে৷ এডিসি এলাকায় আরেকটি মেডিক্যাল কলেজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ আমবাসায় নতুন মেডিক্যাল কলেজ করার জন্য ইতিমধ্যেই জায়গা চিহ্ণিত করা হয়েছে৷ আইজিএম হাসপাতালে ডেন্টাল মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে৷ প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে৷

আজ সন্ধ্যায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের কার্ল ল্যাণ্ডস্টেইনার অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইণ্ডিয়ার দশম পূর্বা’লীয় কনফারেন্স এবং এপিআই ত্রিপুরা শাখার ২২তম সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ প্রায় একসাথেই যাত্রা শুরু করেছিল৷ এই দুটি মেডিক্যাল কলেজ পরিচালনা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি৷

কলেজ যারা পড়ান তারাও জ্ঞানে ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, রাজ্যের চিকিৎসকদের অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বহির্রাজ্যে রেফারের সংখ্যা অনেক কমেছে৷ বর্তমানে রাজ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ দীর্ঘদিন ধরে আটকে থাকা চিকিৎসকদের পদোন্নতির ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷

চিকিৎসকদের বিভিন্ন সমস্যার সমাধান করতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস জারি রেখেছে৷ তিনি বলেন, আমাদের রাজ্যের চিকিৎসকদের মান কোনও অংশেই কম নয়৷ চিকিৎসকগণ যে সাফল্যের সঙ্গে সাফল্যের সঙ্গে তাদের কাজ করছেন তা সবার সামনে তুলে ধরতে হবে৷ এই কনফারেন্সে যারা এসেছেন তাদের সবাইকে তিনি স্বাগত জানান এবং কনফারেন্সের সাফল্য কামনা করেন৷

মুখ্যমন্ত্রী সম্মেলন উপলক্ষে প্রকাশিত মরণিকারও আবরণ উন্মোচন করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুম্বাই থেকে আগত প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর (ডা.) সতীশ ভি খাদিলকার, এপিআই’এর পূর্বাঞ্চলের চেয়ারম্যান প্রফেসর (ডা.) স্বরূপ বড়য়া৷ স্বাগত বক্তব্য রাখেন ইজাপিকন-২০২২-এর অর্গানাইজিং সেক্রেটারি ডা. (মেজর) প্রণব কান্তি দত্ত৷ উপস্থিত ছিলেন ডিন প্রফেসর (ডা.) জ্যোতির্ময় পাল৷ সভাপতিত্ব করেন সংগঠনের অর্গানাইজিং চেয়ারম্যান ডা. অতনু ঘোষ৷ অতিথিগণ বেস্ট পেপার এবং পোস্টার তৈরির জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?