নতুন প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। এ উৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে তাই বড়দিনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা বড়দিনের বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন। রাজধানীর বিভিন্ন বাজার গুলিতেও একই চিত্র পরিলক্ষিত হয়। ব্যবসায়ীরা দোকানে দোকানে ক্রিস্টমাস ট্রি, সান্তাক্লজের টুপি, মুখোশ, পুতুল, স্টার, ঘণ্টা, বড়দিনের স্টিকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে বসেছেন। ক্রেতারাও ভিড় দোকান গুলিতে ভিড় জমাতে শুরু করেছেন। ব্যবসায়ীরা জানান এখনো বিক্রয় স্বাভাবিক। তবে নতুনত্ব বাজারে অনেক কিছু এসেছে। মূল্যও স্বাভাবিক রয়েছে বলে জানান।হাতে আরও কয়েকটি দিন রয়েছে। তাতে কি হয়েছে অনেকে ইতিমধ্যে বড়দিনের কেনাকাটা শুরু করে দিয়েছেন। প্রাথমিক ভাবে অনেকে ছোট ছোট সামগ্রী গুলি ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের বক্তব্য বড়দিন উপলক্ষ্যে তারা ক্রিস্টমাস ট্রি, সান্তাক্লজের টুপি, মুখোশ, পুতুল, স্টার, ঘণ্টা, সান্তাক্লজ ড্রেস ইত্যাদি ক্রয় করছেন।এখনও বাজারে তেমন ক্রেতার ভিড় না থাকলেও বড়দিন যতো এগিয়ে আসছে মানুষের ভিড় ততো বাড়ছে। গত বছরের মতো এ বছরও বড়দিনের ব্যবসা ভালো হবে আশা করছেন ব্যবসায়ীরা।