স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।।কলেজে পরীক্ষার ফি ও কিভাবে অন লাইনে ফর্ম ফিলাপ করতে হবে তা নিয়ে উচ্চ শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই ক্ষেত্রে পরীক্ষা সংক্রান্ত একটি ফি দেওয়ার জন্য বলা হয়। বিষয়টি নজরে আসার পরেই ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এবিভিপি-র প্রতিনিধিরা। স্মারক লিপি দিয়ে এই বিষয়ে তাকে অবগত করা হয়।
সেই অনুজায়ী দেখা ভর্তি প্রক্রিয়া চলাকালীন এই ফি স্থগিত রাখা হয়। পরবর্তী সময়ে এই ফি ৫০ শতাংশের উপর কমানো হয়। কিন্তু এখনো ফিস স্ট্রাকচারে সেন্টার ফির নাম করে ৬৫ টাকা যুক্ত করা হয়েছে। এই নিয়ে এবিভিপি-র পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় ছাত্র ছাত্রীরা অন লাইনে পরীক্ষা দেবে। সেই জায়গায় কেন সেন্টার ফির নামে বাড়তি টাকা দিতে হবে। সেন্টার ফি দেওয়া হয় কোন স্থানে বসে পরীক্ষা দেওয়ার সময়।
এই টাকা কেন দিতে হবে। অন্যদিকে কলেজের ভর্তি প্রক্রিয়া সুরু হওয়ার পর দেখা জায় প্রথম দফায় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় আশানুরূপ স্থান পায়নি ছাত্র ছাত্রীরা। দূরে কলেজ গুলিতে তাদের আসন দেওয়া হয়। এই নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। কলেজের ছাত্র ছাত্রীরা বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছে।
বর্তমানে মহামারীতে ছাত্র ছাত্রীদের মানসিকতাকে আরো দৃড় করার জন্য শিক্ষা দপ্তরের আরো সক্রিয়তা দেখানো দরকার। বর্তমানের সক্রিয়তায় ভাল বার্তা যাচ্ছে না। এই সমস্ত বিষয় সোমবার শিক্ষা ভবনে ধর্নায় বসে এবিভিপি। এক ঘণ্টার এই ধর্না সংগঠিত করা হয় বলে জানান এবিভিপি-র প্রদেশ সম্পাদক সরোজ দেব।