অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। কে বলে ‘টাইম ট্রাভেল’ বাস্তবে সম্ভব নয়? স্পেনের এক শহরে বছরে একবার ঘড়ি যেন পিছিয়ে যায়। ফ্যাশন হোক, খাদ্য অথবা সংগীত প্রায় সব ক্ষেত্রেই স্পেনের পূর্বাঞ্চলের তর্তোসা শহর বছরে চার দিন রেনেসাঁস বা ইউরোপের পুনর্জাগরণের যুগে ফিরে যায়।
৫০০ বছর আগের সাজে সজ্জিত হয়ে দর্শকদের সামনে জাঁকজমকপূর্ণ সংগীত ও নৃত্য পরিবেশন করে শহরটির বাসিন্দারা। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চদশ ও সপ্তদশ শতাব্দীর মাঝে শিল্প, সংস্কৃতি ও অর্থনীতির ক্ষেত্রে ইউরোপে এক নবজাগরণ ঘটেছিল। তর্তোসাও সেই উজ্জ্বল যুগের স্বাদ পেয়েছিল। তর্তোসার বাসিন্দা আনা লুইস বলেন, স্থাপত্যের ক্ষেত্রে তর্তোসার বিশেষ গুরুত্ব ছিল।
ষোড়শ শতাব্দীতে নির্মিত অনেক ভবন আজও অক্ষত রয়েছে। নদীর তীরে অবস্থানের জন্য সহজেই পণ্য পরিবহন করা যেত। তাই অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রেও শহরটির যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি ছিল। কাতালুনিয়া অঞ্চলের এই শহরের জনসংখ্যা প্রায় ৩ হাজার। প্রতি বছর শহরের মানুষ এই উৎসব আয়োজন করেন। তর্তোসার বাসিন্দাদের কাছে এই উৎসব খুবই জনপ্রিয়। এই উৎসবের জন্য তারা সব মুখিয়ে থাকেন।
সে সময় তর্তোসার প্রাচীন যুগ আবার জীবন্ত হয়ে ওঠে। ডয়চে ভেলের প্রতিবেদন অনুসারে, দিনে প্রায় ৬০টি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা রেনেসাঁস যুগের মধ্যে ডুব দিতে পারেন। স্পেনের রেনেসাঁস যুগে কালো ও হালকা বাদামি রঙের যে আধিপত্য দেখা যেত সাজ পোশাকে তার আধিপত্য দর্শকদেরও নিয়ে যায় পুরনো সময়ে। প্রতি বছরই তর্তোসা ৫০০ বছর আগের জাঁকজমকপূর্ণ সময়কে এভাবে জীবন্ত করে তোলে।